ব্রিটেনে ফের বেড়েছে করোনা সংক্রমণ। এর মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের দুটি ম্যাচসহ একাধিক ম্যাচ স্থগিত হয়ে গেছে। যেকোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে লিগের কার্যক্রমও। এই আতঙ্কের ভেতর তিন খেলোয়াড়ের করোনা পজিটিভ হওয়ার খবর নিয়ে মাঠে নেমেছিল লিভারপুল।
তবে করোনা আক্রান্ত ভার্জিল ফন ডাইক, ফাবিনহো ও কার্টিস জোনসের অনুপস্থিতি লিভারপুলের জয় ঠেকাতে পারেনি। ঘরের মাঠে পিছিয়ে পড়েও নিউক্যাসলের বিপক্ষে লিভারপুলের জয় ৩-১ গোলে। তবে একই রাতে হোঁচট খেয়েছে চেলসি। এভারটনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্লুজরা।
৭ মিনিটেই পিছিয়ে পড়া লিভারপুলকে সমতায় ফেরান দিয়োগো জোতা। ২৫ মিনিটে ব্যবধান ২-১ করেন মোহামেদ সালাহ। তৃতীয় গোল আলেক্সান্ডার আরনল্ডের।