পঞ্চগড়ে চা-পাতা প্রক্রিয়াজাতকরণ কারখানা মালিকদের সিন্ডিকেট ও দৌরাত্ম্যের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন চা-চাষিরা।
গতকাল সোমবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবের সামনে সড়কে চা ফেলে মানববন্ধন করা হয়। জেলা ক্ষুদ্র চা-চাষি নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে এই কর্মসূচিতে কয়েক শ ক্ষুদ্র চাষি অংশ নেন।
সংগঠনটি পরে পঞ্চগড় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে সংগঠনের আহ্বায়ক নুরুজ্জামান নুরুসহ চা-চাষিরা বক্তব্য দেন।
বক্তারা জানান, চা-পাতার মূল্য নির্ধারণ কমিটি চা মৌসুমের শুরুতেই প্রতি কেজি কাঁচা পাতার দাম ১৮ টাকা নির্ধারণ করে দিলেও তা মানছে না জেলার ২০টি কারখানার মালিকেরা। তাঁরা সিন্ডিকেট করে চাষিদের কাছ থেকে প্রতি কেজি পাতা কিনছে মাত্র ১৩ থেকে ১৪ টাকা দরে। তার মধ্যে আবার ওজন থেকে ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বাদ দিয়ে দাম দেওয়া হচ্ছে।