হোম > ছাপা সংস্করণ

পর্যটনকেন্দ্র চিহ্নিত করার নির্দেশ সচিবের

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির পর্যটন কেন্দ্র চিহ্নিত করার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার বাইশারী ইউনিয়নের দুর্গম কাগজিখোলার ডলুর ঝিরি এলাকায় একটি ব্যক্তি মালিকানাধীন মৎস্য খামার পরিদর্শন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই নির্দেশ দেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ফেরদৌস।

সচিব মো. মোকাম্মেল হোসেন বলেন, নাইক্ষ্যংছড়ির একদিকে পাহাড়, অপরদিকে ঝরনা-রাবার শিল্প ও সাগর। এখন সময় এসেছে সব শিল্পের বিকাশের। এর বিকাশে সরকার আন্তরিক। তবে এ শিল্প হবে সব জনগোষ্ঠীর। পর্যটন কেন্দ্রের বিকাশ হলে এই এলাকা অবহেলিত জায়গা আর থাকবে না। এ জন্য নাইক্ষ্যংছড়ির পর্যটন সম্ভাবনায় এলাকা চিহ্নিত করে তালিকা পাঠানোর নির্দেশক্রমে অনুরোধ জানান।

সচিব জানান, স্থানী প্রশাসনের তালিকা যাচাই-বাছাই করে যেসব এলাকায় পর্যটন কেন্দ্র করলে ভালো হবে, তার অগ্রাধিকার দেওয়া হবে। এর পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মতবিনিময় সভায় বক্তব্য দেন পর্যটন করপোরেশন ডেপুটি মো. সাইফুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংহ্লা ওয়াই মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ