আজ সারা দেশে মুক্তি পাচ্ছে রফিক শিকদার পরিচালিত বাংলা সিনেমা ‘বসন্ত বিকেল’। এ ছাড়া বাংলাদেশের সিনেপ্লেক্সগুলোসহ সারা বিশ্বে মুক্তি পাচ্ছে হলিউড সিনেমা ‘ব্ল্যাক অ্যাডাম’।
বসন্ত বিকেল
আজ দেশব্যাপী মুক্তি পাচ্ছে নবাগত নায়িকা সুবাহ অভিনীত সিনেমা ‘বসন্ত বিকেল’। রফিক শিকদার পরিচালিত এই সিনেমার মধ্য দিয়েই রুপালি পর্দায় অভিষেক হচ্ছে নবাগত এই নায়িকার। সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শিপন মিত্র, তানভির তনু, সুচরিতা, ওমর সানী, শাহনূর প্রমুখ।
‘বসন্ত বিকেল’ সিনেমায় সুবা অভিনয় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চন্দ্রাবতী চরিত্রে। তাঁর বিপরীতে দেখা যাবে শিপন মিত্র ও তানভির তনুকে। মূলত একটি ত্রিভুজ প্রেমের গল্প ‘বসন্ত বিকেল’। ছবির সমাপ্তি ঘটে ট্র্যাজেডির মধ্য দিয়ে। যেহেতু সুবাহর এটিই মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা, তাই আজ সিনেমা মুক্তির প্রথম দিনে তিনি হলে হলে যাবেন সরাসরি দর্শকের রেসপন্স দেখতে। কথা বলবেন ভক্তদের সঙ্গে।
‘রেড নোটিশ’-এর পর আবারও সিনেমা হলে ফিরছেন ডোয়াইন জনসন। ২১ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে হলিউডের বহুল আলোচিত সিনেমা ‘ব্ল্যাক অ্যাডাম’। এতে মূল চরিত্র ব্ল্যাক অ্যাডাম হয়েই হাজির হচ্ছেন দ্য রক। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি।
মিসরীয় দেবতাদের ঐশ্বরিক ক্ষমতার অধিকারী ব্ল্যাক অ্যাডাম। প্রায় পাঁচ হাজার বছর পর পার্থিব সমাধি থেকে মুক্ত হয়ে আবারও কারাবন্দী হয় সে। শুরু হয় আধুনিক বিশ্বে ন্যায়বিচার আর প্রতিশোধের এক রোমাঞ্চকর লড়াই।
জাউমি কোলেট পরিচালিত এ সিনেমার বড় আকর্ষণ ‘দ্য রক’খ্যাত ডোয়াইন জনসন। সিনেমার আরও একটি বড় চমক সাবেক জেমস বন্ড তারকা পিয়ার্স ব্রসনান।