নীলফামারীর জলঢাকায় চাঁদার দাবি করে আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. রহুল আমিন আজাদকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো আইনি সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নীলফামারী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অধ্যক্ষ মো. রহুল আমিন আজাদ বলেন, গত ২৯ নভেম্বর সন্ধ্যায় আমার ব্যবহৃত মোবাইলে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে দাফনের কাপড় কিনতে এবং আমার রক্ত কুকুর–শেয়ালকে খাওয়াবে বলে হুমকি দেন।
পরে বিষয়টি আমার ছেলে আশিক ইলাহি আইনগত সহযোগিতার জন্য মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে গেলে সেখান থেকে পাঠানো হয় জলঢাকা থানায়। থানায় এজাহার দিলে পুলিশ কর্মকর্তা এটি এজাহার হিসেবে না নিয়ে সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করেন বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, পরে জানা গেছে, যিনি ফোন করে চাঁদা দাবি করেছেন তিনি মীরগঞ্জ ইউনিয়ন পরিষদের পরাজিত চেয়ারম্যান প্রার্থী হুকুম আলীর ভাই আনিছুর রহমান।
এদিকে এ বিষয়ে হুকুম আলী ও জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবিরকে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় তাঁদের বক্তব্য নেওয়া যায়নি।