রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় জেলের জালে ১৭ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। গতকাল মঙ্গলবার ভোর ৬টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় ইসহাক হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে সেটি ২৮ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়।
জানা গেছে, সকাল ৭টার দিকে ইসহাক মাছটি দৌলতদিয়া বাজার সংলগ্ন আনোয়ার খাঁ মৎস্য আড়তে নিয়ে আসেন। পরে নিলামে সম্রাট শাহজাহান শেখ নামে এক ব্যবসায়ী মাছটি ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার ৫০ টাকায় সেটি কেনেন।
শাহজাহান জানান, কাতল মাছটি নিলামের মাধ্যমে কিনে পরে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে ঢাকার কাশিমপুর এলাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হয়েছে।
জেলে ইসহাক হালদার বলেন, আমরা মঙ্গলবার ভোরে মাছ ধরতে নদীতে যাই। ভোর ৬টার দিকে জাল তুলতেই দেখি বড় এই মাছটি আটকা পড়েছে। অনেক দিন পর অনেক বড় একটি মাছ পেয়ে অনেক ভালো লাগছে। মাছটির ভালো দামও পেয়েছি।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, মিঠা পানির এত বড় মাছ নদীতে এখন মাঝে মধ্যেই দেখা যায়। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে।