হোম > ছাপা সংস্করণ

নির্বাচনকে ঘিরে খুরমা ব্যবসায়ীদের ব্যস্ততা

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে খুরমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিষ্টি ব্যবসায়ীরা। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আগাম প্রচারণায় প্রার্থীরা ভোটারদের মিষ্টি মুখ করাতে খুরমা বেছে নেওয়ায় গ্রাম-গঞ্জে এর চাহিদা বৃদ্ধি পেয়েছে।

উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায়, মিষ্টি ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে চিনির তৈরি খুরমা বেশি তৈরি করছেন তাঁরা। আগের থেকে দাম বেশি হলেও খুরমার ব্যবহার একটুও কমেনি।

উপজেলার রামপুর বাজারের মিষ্টি ব্যবসায়ী মুকুল চন্দ্র মহন্ত আজকের পত্রিকাকে জানান, আগের চেয়ে বর্তমানে চিনির তৈরি খুরমার চাহিদা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। চাহিদা অনুযায়ী প্রতিদিন ৫০ থেকে ১০০ কেজি খুরমা তৈরি করতে হয়। ইউপি নির্বাচনের কারণে চাহিদা বাড়ায় বেচাবিক্রি ভালো হচ্ছে। ব্যবসার অবস্থা ভালো বলে জানান তিনি।

বাজারের আরেক ব্যবসায়ী আসাদ আলী জানান, খুরমার দাম আগের থেকে বাড়তি। চিনির খুরমা আগে কেজি প্রতি ৮০ টাকা দরে বিক্রি হতো, বর্তমানে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে তেল ও চিনির দামও বেশি। বর্তমানে এক বস্তা চিনি চার হাজার টাকায় কিনতে হয়। কিছুদিন আগে দাম ছিল দুই হাজার ৮০০ টাকা। ময়দার দামও চড়া। এ সব কারণে কিছুটা বেশি দামে খুরমা বিক্রি করতে হচ্ছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ