দেশের বিভিন্ন স্থানে মন্দির, মণ্ডপ ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে লোহাগাড়ায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার আধুনগর বাজার ব্যবস্থাপনা উন্নয়ন কমিটি ও ফার্নিচার ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে এ সমাবেশ করা হয়।
এতে আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা, লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) ওবাইদুল ইসলাম, সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান শ্রী নিবাস দাশ সাগর, দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা বিজয় কুমার বড়ুয়া প্রমুখ।