কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোত্তালেব নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সোমবার সন্ধ্যায় বেরুবাড়ি ইউপি কার্যালয়ে এ ঘোষণা দেন তিনি।
আব্দুল মোত্তালেব বলেন, ‘২০১৬ সালের ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে পাইনি। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করে বিজয়ী হই। এবারও মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছি। তাই মনের দুঃখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নেই। মোটরসাইকেল প্রতীক পেয়ে এত দিন প্রচারণা চালিয়ে এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান জানিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে কর্মী-সমর্থকদের নিয়ে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।’ পরে তাঁর নেতৃত্বে নৌকার সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিলটি বেরুবাড়ি বাজার প্রদক্ষিণ করে শেষ হয়। এতে অংশগ্রহণ করে তাঁর কর্মী-সমর্থকেরা।
বেরুবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মামুন উল হক বলেন, ‘বিলম্বে হলেও তিনি (আব্দুল মোত্তালেব) তাঁর ভুল বুঝতে পেরেছেন। তাকে ধন্যবাদ।’
প্রসঙ্গত, বেরুবাড়ি ইউপি নির্বাচনে এখনো ভোটের লড়াইয়ে মাঠে আছেন আওয়ামী লীগ প্রার্থী সোলায়মান আলী (নৌকা), জাতীয় পার্টির মমিনুল ইসলাম (লাঙল), বাংলাদেশ ইসলামি আন্দোলনের কাদের মোল্লা (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মণির যদ্দিন খান (আনারস) ও মিজানুর রহমান (ঘোড়া)। কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন সব প্রার্থী।