কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোধে চলছে টিকাদান কার্যক্রম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, করোনার টিকা নিতে নারীরাই বেশি আসছেন। এ পর্যন্ত প্রথম ডোজের সিনোফার্মার টিকা নিয়েছেন ৭২ হাজার ১৬৬ জন এবং কোভিশিল্ডের টিকা নিয়েছে ৩ হাজার ৪০৪ জন। প্রথম ডোজের মোট টিকা দেওয়া হয়েছে ৭৫ হাজার ৫৭০ জনকে। এর মধ্যে ৩৩ হাজার ৯৯০ পুরুষ টিকা নিয়েছেন এবং ৪১ হাজার ৫৪০ জন নারী টিকা নিয়েছেন। গত ১৪ নভেম্বর পর্যন্ত দ্বিতীয় ডোজের সিনোফার্মার টিকা নিয়েছেন ৩৩ হাজার ১৮৬ জন এবং কোভিশিল্ডের টিকা নিয়েছেন ৩ হাজার ১৩৪ জন। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩৬ হাজার ৩২০ জন।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা মোহাম্মদ ওমর খসরু বলেন, ‘আজ মঙ্গলবার সব কমিউনিটি ক্লিনিকে গণ টিকা কার্যক্রম চলবে।’