নোয়াখালীর সোনাপুর রেলস্টেশনে উপকূল এক্সপ্রেস ট্রেন থেকে ১৫ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় মাদক কারবারিদের আটক করা যায়নি। গতকাল মঙ্গলবার সকালে সুধারাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুজন বিকাশ চাকমার নেতৃত্বে এ গাঁজা জব্দ করেন।
পুলিশ জানায়, গত সোমবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটিতে বিপুল পরিমাণ গাঁজা রয়েছ খবর পাওয়া যায়। এ সংবাদে গতকাল সকাল থেকে সোনাপুর রেল স্টেশনে অবস্থান নেয় পুলিশ। সকালে ট্রেনটি স্টেশনে পৌঁছালে সবাই নেমে যাওয়ার পর স্টেশনের পাশে সড়কের ওপর বড় দুটি ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশ। পরে ব্যাগ দুটিতে তল্লাশি চালিয়ে ১৫টি পলিথিনে থাকা ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়। স্টেশনে পুলিশের উপস্থিতি দেখে মাদক কারবারিরা গাঁজার ব্যাগ রেখে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
সুধারাম থানার ওসি আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গাঁজাগুলো কারা নোয়াখালী নিয়ে আসছেন, তাঁদের চিহ্নিত করার জন্য পুলিশ কাজ করছে।