সিলেট নগরীতে স্কুলশিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে নগরীর চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রথম দিন নগরীর চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার ৪০০ শিক্ষার্থী টিকা নিয়েছে। এ কার্যক্রমে নগরীর ২৫ হাজার শিক্ষার্থী টিকা পাবে।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, প্রথম দিন সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ, সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও পুলিশ লাইনস উচ্চবিদ্যালয় বুথে টিকা দেওয়া হয়।
তবে মহানগরের বাইরের কোনো স্কুলে টিকা কার্যক্রম শুরু হয়নি বলে জানিয়েছেন সিলেটের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর।
তিনি জানান, সিলেট বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায় আগামী শনি ও রোববার থেকে টিকাদান কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে বিভাগের সাড়ে ৩ লাখ শিক্ষার্থীর তালিকা পাঠানো হয়েছে।
জাহাঙ্গীর কবীর বলেন, শুধু সিলেট জেলা থেকে ১ লাখ ৭০ হাজার স্কুল শিক্ষার্থীর তথ্য পাঠানো হয়েছে। যাদের জন্ম নিবন্ধন ১৭ ডিজিটে নেই তারাও বিশেষ বিবেচনায় টিকা নিতে পারবে। তবে টিকার সনদ পেতে গেলে পরবর্তীতে ১৭ ডিজিটের নিবন্ধন আপডেট করতে হবে।
জেলা শিক্ষা অফিস জানায়, সিলেট জেলা ও মহানগরের ১ লাখ ৯২ হাজার ১৫৯ জন শিক্ষার্থীর তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এসব শিক্ষার্থীর বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে। তথ্য পাঠানো শিক্ষার্থীদের মধ্যে ২৯ হাজার ২৯০ জন মাদ্রাসার আর ১ লাখ ৬২ হাজার ৮৬৯ স্কুলের শিক্ষার্থী।
সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা এ এসএম আবদুল ওয়াদুদ বলেন, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য সংগ্রহ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর তাদের টিকার ব্যবস্থা করবে। এখন সিটি করপোরেশন এলাকায় টিকা দেওয়া শুরু হয়েছে। ধাপে ধাপে জেলার অন্যান্য এলাকায়ও শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনা হবে বলে জানান তিনি।