চোখ ভালো রাখতে এবং চোখের রোগ নিরাময়ে সচেতনতা সৃষ্টির লক্ষে ঝালকাঠিতে পটগান ও নাটকের আয়োজন করা হয়েছে। গত শুক্রবার ঝালকাঠি প্রেসক্লাবের সামনে বেসরকারি সংস্থা রূপান্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। দুই ঘণ্টা ব্যাপি এই অনুষ্ঠান দর্শকেরা মুগ্ধ হয়ে উপভোগ করেন।
১৩ সদস্যের রূপান্তরের এই টিম অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠান পরিচালনা করেন টিম লিডার মিজানুর রহমান পান্নু। দি ডিফ্রেড ইলুজ ফাউন্ডেশন এর সহযোগিতা করে।
টিম লিডার মিজানুর রহমান পান্নু জানান, আমরা সঠিকভাবে চোখের যত্ন না নেওয়ায় অল্প বয়সে চোখে নানা রোগ দেখা দেয়।
ছানিপড়াসহ চোখের রোগ নিরাময় ও সঠিকভাবে যত্ন নেওয়ার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে এ ব্যতিক্রমী আয়োজন করে যাচ্ছি। তিনি আরও বলেন- ছোট মাছ, শাকসবজিসহ যে সকল খাবার খেলে চোখ ভালো থাকবে সে সকল খাবার আমাদের বেশি বেশি খেতে হবে।
মানুষের সব অঙ্গই গুরুত্বপূর্ণ কিন্তু চোখ আরও বেশি গুরুত্বপূর্ণ। যার চোখ নেই তিনি বোঝেন চোখ না থাকা কত কষ্টের। তাই যাদের চোখ আছে তাদের উচিত চোখের যত্ন নেওয়া। চোখ পরিষ্কার রাখা। চোখের দিকে খেয়াল রাখা। পান্নু বলেন, তারা তাদের এই আয়োজনের মাধ্যমে সবাইকে বোঝাতে চেষ্টা করছেন যে চোখকে অবহেলা করা যাবে না। সব সময় চোখের যত্ন নিতে হবে।