বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছে রংপুর সিটি প্রেসক্লাব। গতকাল সোমবার দুপুরে সিটি প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মাননা দেওয়া হয়।
প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ। এ সময় রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অপিল উদ্দিন আহমেদ, রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু ও গেরিলা যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন মো. জাহাঙ্গীরকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের ঋণ কোনো দিনই শোধ হবে না। তাঁরা দেশপ্রেমে পরীক্ষিত সৈনিক। দেশের প্রতি ভালোবাসা থাকলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে।’
এর আগে অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে যন্ত্রসংগীতের মাধ্যমে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।