ব্রাহ্মণবাড়িয়া মাদক বিরোধী অভিযানে ৮ জন কে আটক করা হয়েছে। গতকাল বুধবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় ১৯ কেজি গাঁজা জব্দ করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একাধিক দল গতকাল ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সদর, সরাইল ও আশুগঞ্জ সীমানা থেকে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে চিহ্নিত ৮ মাদক কারবারিসহ ১৯ কেজি গাঁজা জব্দ করা হয়। এদের মধ্যে ৪ জন পুরুষ ও ৪ জন নারী। এই বিশেষ অভিযান আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলেও জানা গেছে।
এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। প্রথম দিনে আটক করা হয় ৮ জনকে। জব্দ করা হয় ১৯ কেজি গাঁজা। এদের সবাই জেলার তালিকাভুক্ত মাদক কারবারি।