হোম > ছাপা সংস্করণ

কর্মবিরতি চলছে কর্মচারীদের

ফেনী প্রতিনিধি

পদবি পরিবর্তন ও গ্রেড উন্নয়নের দাবিতে ফেনী জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণির কর্মচারীরা টানা কর্মবিরতি পালন করছেন। দ্বিতীয় দিনের মতো গতকাল বুধবার সকাল ৯টা থেকে কালেক্টরেট সহকারী সমিতির ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তাঁরা কর্মবিরতি পালন করছেন।

এ সময় ফেনী জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীরা পদবি পরিবর্তন এবং বেতন বৈষম্য দূর করার দাবি জানান।

কর্মবিরতি পালনকালে বক্তারা বলেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি সদস্যরা জেলা প্রশাসনসহ সব প্রশাসনিক দপ্তরের কাজ খুবই গুরুত্বসহ করে থাকেন। অনেক সময় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কাজ করতে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁরা পদবি পরিবর্তন এবং বেতন বৈষম্য দূর করার দাবি জানিয়ে আসছেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রীও তাঁদের দাবির প্রতি সম্মতি দিয়েছেন। এরপরও অদৃশ্য কারণে তাঁদের পদ-পদবি ও গ্রেড উন্নয়ন হচ্ছে না।

কর্মবিরতিতে অংশ নেন কালেক্টরেট কর্মচারীরা সমিতির সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন, একরামুল হক, আতিকুর রহমান ও আরিফুর রহমানসহ তৃতীয় শ্রেণির অর্ধশতাধিক কর্মচারী। এ সময় তাঁরা বলেন, দাবি না মানা পর্যন্ত এ কর্মবিরতি চালিয়ে যাবেন। দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ