তারাগঞ্জে সড়ক বিভাজকের ওপর উঠে গেছে মালবাহী ট্রাক। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি।
গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে তারাগঞ্জ নতুন চৌপথী বাসস্ট্যান্ড এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লালমনিরহাটের বুড়িমারী থেকে দিনাজপুরের বীরগঞ্জে যাচ্ছিল ভুট্টাবাহী ট্রাকটি। পথে এই দুর্ঘটনায় ১০ চাকার ট্রাকটির সামনের চাকার কাঠামো ভেঙে যায়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান বলেন, কুয়াশা থাকায় ট্রাকটি সড়ক বিভাজকের ওপর উঠে যায়। পরে ট্রাকে থাকা মালামাল খালি করে এটি উদ্ধার করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।