রাঙামাটির নানিয়ারচর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নে অভিযান চালিয়ে নগদ টাকা, অবৈধ অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার ভোর ৪টায় দিকে ইউনিয়নের বামে ত্রিপুরাপাড়া এলাকায় সেনাবাহিনীর নানিয়ারচর জোন ও স্থানীয় পুলিশের সহায়তায় অভিযান চালানো হয়।
অভিযানে ইউপিডিএফের (মূল) আস্তানা থেকে ম্যাগাজিনসহ (১৮ রাউন্ড অ্যামুনিশন) একটি চায়নিজ ৭.৬২ এমএম একে-৪৭, ম্যাগাজিনসহ (২ রাউন্ড অ্যামুনিশন) একটি চায়নিজ ৭.৬৫ এমএম অটোমেটিক পিস্তল, ২ রাউন্ড কার্তুজসহ একটি দেশীয় এলজি এবং একটি ওয়াকিটকি সেট জব্দ করা হয়েছে।
এ ছাড়া সেখান থেকে তিন সেট সংগঠনের কর্মীদের ব্যবহৃত ইউনিফর্ম, একটি কালো ব্যাগ, একটি রাইজিং স্টার নামক ম্যাগাজিন, সিমচালিত একটি ল্যান্ড ফোন, দুটি মোবাইল ফোন, তিনটি রেজিস্ট্রার, দুটি ডায়েরি, চারটি জাতীয় পরিচয়পত্র, নগদ ২ লাখ ৪৯ হাজার ১১৮ টাকা টাকা এবং ৩৮টি দেশি-বিদেশি পুরোনো মুদ্রাসহ গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়েছে।
সেনা জোন সূত্র জানায়, জব্দ অস্ত্র, গুলি ও অন্যান্য জিনিস নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।