সিলেটে উদ্ধার করা চার প্রজাতির ২০টি পাখি অবমুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার টিলাগড় ইকোপার্কে পাখিগুলো অবমুক্ত করেন বন বিভাগের কর্মকর্তারা। অবমুক্ত করা পাখির মধ্যে রয়েছে আটটি কালিম, তিনটি ডাহুক, সাতটি ঘুঘু ও দুটি শালিক।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, সিলেট সিটি করপোরেশন ও বন বিভাগের যৌথ অভিযানে গত রোববার বিকেলে নগরীর নাইওরপুল এলাকার দোকানে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ পাখিগুলো উদ্ধার করা হয়। পরে সেগুলো অবমুক্তের জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
রেজাউল করিম চৌধুরী বলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সহায়তায় অভিযানকালে লাভ অ্যান্ড হব্বি ওয়ার্ল্ড থেকে আটটি কালিম ও তিনটি ডাহুক পাখি উদ্ধার করা হয়। এ ছাড়া অন্য একটি দোকান থেকে সাতটি ঘুঘু ও দুইটি শালিক উদ্ধার করা হয়।
বিপন্নপ্রায় কালিম ও ডাহুক পাখি বিক্রির অপরাধে সিলেট সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভ অ্যান্ড হব্বি ওয়ার্ল্ডকে ২০ হাজার টাকা জরিমানা করেন।