জামালপুরের মাদারগঞ্জে জমে উঠেছে ইউপি নির্বাচনী প্রচার। আগামী ২৬ ডিসেম্বর উপজেলার ৭টি ইউপিতে হবে ভোট। নির্বাচন ঘিরে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে ওয়ার্ডের অলিগলি।
প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। মিছিল-মিটিং, পথসভা, উঠান বৈঠকে গণসংযোগ চলছে।
ইউনিয়নের হাট-বাজার, চা স্টলে চলছে নির্বাচনী আলোচনা। ৭টি ইউপির মধ্যে ৪ টিতে ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অন্য ৩টি ইউপিতে নৌকার শক্তশালী প্রতিদ্বন্দ্বী নেই। তাই সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যের নিয়ে চলছে নানা হিসাব নিকাশ।