হোম > ছাপা সংস্করণ

৬ অভিযোগ মিথ্যা দাবি মেয়রের

বরিশাল প্রতিনিধি

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ৭ কাউন্সিলরের ছয়টি অভিযোগই মিথ্যা দাবি করলেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। গৃহকর বৃদ্ধি, কর্মকর্তা-কর্মচারীদের ওএসডি করে রাখা, হাট-বাজার ইজারা না দেওয়া এবং সম্মানী কম দেওয়াসহ ছয়টি অভিযোগ তুলে মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবকে গত ৩ জানুয়ারি আইনি নোটিশ দিয়েছিলেন সাতজন কাউন্সিলর।

গত মঙ্গলবার দেওয়া জবাবে নোটিশের অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে বিসিসি। এ তথ্য নিশ্চিত করেছেন বিসিসির জনসংযোগ কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) স্বপন কুমার রোহান। আইনি নোটিশ দেওয়া এ ৭ জন কাউন্সিলর আওয়ামী লীগ দলীয়।

বিসিসির পক্ষে আইনি নোটিশের জবাব দেন অ্যাডভোকেট জগদীশ চন্দ্র সরকার। সাত কাউন্সিলরের পক্ষে আইনি নোটিশ দাতা অ্যাডভোকেট আজাদ রহমান জানান, তিনি বুধবার নোটিশের জবাব গ্রহণ করেছেন।

বিসিসির দেওয়া জবাবের প্রেক্ষিতে আইনি নোটিশদাতা কাউন্সিলরদের অন্যতম ২৪ নম্বর ওয়ার্ডের শরীফ আনিসুর রহমান বলেন, তাদের প্রধান অভিযোগ ছিল, অন্য কাউন্সিলরদের ৫০ হাজার টাকা করে সম্মানী দেওয়া হলেও সাত কাউন্সিলরকে পেতেন সাড়ে ৪৩ হাজার টাকা করে। মঙ্গলবার দেওয়া বিবিসির জবাবে বলা হয়েছে কাউন্সিলরদের সম্মানী সাড়ে ৪৩ হাজার টাকা। তবে মাসিক সভায় অংশগ্রহণকারীরা যাতায়াত ভাতা বাবদ আরও সাড়ে ৬ হাজার টাকা পাচ্ছেন। নোটিশদাতা কাউন্সিলররা সভায় আসেন না, ভাউচার দেন না, তাই যাতায়াত ভাতার বিল পাচ্ছেন না। এ জবাব দেওয়ার একদিন পরই বুধবার সাত কাউন্সিলরের হিসেব নম্বরে ডিসেম্বর মাসের সম্মানী ৫০ হাজার টাকা করে জমা হয়েছে বলে জানান আনিছ শরীফ। তিনি বিসিসি কর্তৃপক্ষকে উল্টো প্রশ্ন তোলেন, তারা যাতায়াত ভাতার ভাউচার দেননি, তারপরও কীভাবে ডিসেম্বরের সম্মানী ৫০ হাজার টাকা পেলেন?

বিসিসির জবাবে বলা হয়েছে, অসৎ কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির প্রমাণের ভিত্তিতেই ওএসডি করা হয়েছে। নগর ভবনের কাজ স্বাভাবিক রাখতে চুক্তিভিত্তিক জনবল নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া নগর ভবনে সরকারি আইন-কানুনের বিষয়গুলো দেখতে কয়েকজন কর্মকর্তা প্রেষণে নিযুক্ত আছেন।

উল্লেখ্য, বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সঙ্গে কিছুদিন ধরে আওয়ামী লীগ দলীয় কাউন্সিলরদের একাংশের দূরত্ব চলছে। ওই কাউন্সিলররা মেয়রের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়ে সদর আসনের সাংসদ পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের সঙ্গে রাজনীতি করার ঘোষণা দিয়েছেন সম্প্রতি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ