হোম > ছাপা সংস্করণ

ইউটিউব দেখে আদা চাষে ৬ গুণ লাভ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

গ্রামের প্রাথমিক বিদ্য়ালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়েছেন। পরিবারে অভাব আর বাবার অসুস্থতার কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। সংসারের হাল ধরতে গিয়ে জড়িয়ে পড়েন কৃষিকাজে। এরপর এই কৃষিই তাঁর সব ধ্যানজ্ঞান। কিন্তু কৃষকের মুখে কি আর হাসি থাকে।

নিজের হাসি তাই নিজেই বানিয়ে নিলেন জহুরুল ইসলাম বাদল। ইউটিউব দেখে আধুনিক পদ্ধতিতে বস্তায় আদা চাষ শুরু করেন তিনি। মাত্র ছয় কাঠা পরিত্যক্ত জমিতে ১ হাজার ৬০০ বস্তায় আদা রোপণ করেন। এসব গাছ থেকে প্রায় আড়াই লাখ টাকার আদা বিক্রি হবে বলে জানান তিনি। এতে খরচ বাদে ছয় গুণের বেশি লাভ হবে। আদার ব্যাপারী এখন তাহলে জাহাজের খবর নেবেন!

বাদলের বাড়ি নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়নের শিয়ালা গ্রামে। উপজেলায় এই প্রথম আধুনিক পদ্ধতিতে বস্তায় আদা চাষ শুরু করেছেন তিনি। বাদল জানান, গত চৈত্রের শেষের দিকে চারা রোপণ করেছেন। প্রায় ৩২ হাজার টাকা খরচ হয়েছে। চারা রোপণের ছয়-সাত মাসের মধ্যেই ফলন পাওয়া যায়। এতে ছয় কাঠা জমিতে প্রায় ৮০ মণ আদা পাওয়া যাবে।

রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, এই পদ্ধতিতে সংসারের চাহিদা মেটাতে যে কেউ চাষ করতে পারেন। কৃষি অফিসের পক্ষ থেকে পরামর্শ দিয়ে সহযোগিতা করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ