দুর্নীতির দুর্গন্ধ দূর করতে সুগন্ধি বিলি করছে ভারতের সমাজবাদী পার্টি (সপা)। দলটির সভাপতি ও উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব নিজেই আনুষ্ঠানিকভাবে ‘সমাজবাদী সুগন্ধি’র উদ্বোধন করেছেন গতকাল। আগামী বছরের শুরুতে বর্তমানে বিজেপিশাসিত রাজ্যটির বিধানসভা নির্বাচন। একসময়ের কংগ্রেসের ঘাঁটি হিসেবে বিখ্যাত প্রদেশটিতে আগামী নির্বাচনে বিজেপি ও ‘সপা’র মধ্যেই মূল লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।
গুরুত্বপূর্ণ ও ভারতের সবচেয়ে বড় রাজ্যটিতে কংগ্রেস বা ‘বসপা’র (বহুজন সমাজপার্টি) সঙ্গে জোট না করে বিজেপির বিরুদ্ধে একাই লড়বে সপা। চমক দিয়েই লড়াইয়ের লড়াইয়ের প্রস্তুতি শুরু হয়েছে। সুগন্ধি নিয়ে প্রচারণায় নামলেন সপা নেত্রী পম্মি জৈন।
এ প্রসঙ্গে পম্মি বলেন, ‘মানুষ এই সুগন্ধি ব্যবহার করলেই সমাজবাদের গন্ধ পাবেন। দূর হবে মৌলবাদ বা জাতপাতের পচা গন্ধ।’