তিন পদে ৫০৪ জনকে নিয়োগ দেবে মহিলাবিষয়ক অধিদপ্তর। ডে কেয়ার ইনচার্জ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক পদে নিয়োগে এরই মধ্যে বিজ্ঞপ্তি দিয়েছে অধিদপ্তরটি।
মহিলাবিষয়ক অধিদপ্তরের প্রশাসন শাখার উপপরিচালক কামরুন নাহার জানিয়েছেন, এসব পদে নিয়োগ পেতে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের সময়সীমা শেষ হওয়ার ২ সপ্তাহ পর লিখিত পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। সে হিসেবে জানুয়ারির মধ্যেই লিখিত পরীক্ষা নেওয়া হবে।
অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার সবচেয়ে বেশিসংখ্যক লোকবল নিয়োগ হবে অফিস সহায়ক পদে, ৪১৭ জন। ২০তম গ্রেডের এ পদে বেতন ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা। এ ছাড়া ডে কেয়ার ইনচার্জ পদে নিয়োগ পাবেন ২৭ জন। ১৪তম গ্রেডের এ পদে বেতন ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা। আর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পাবেন ৬০ জন। ১৬তম গ্রেডের এ পদে বেতন ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা। অফিস সহকারী পদে মাধ্যমিক পাসেই আবেদন করা যাবে। বাকি দুটো পদে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক পাস হতে হবে। আবেদনের বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধীদের জন্য বয়সসীমা ৩২ বছর।