গাজীপুরের পুবাইলের নারায়ণপুর ভান্ডারী বাজার এলাকার একটি তুলার গুদামে আগুন লেগে মালামাল পুড়ে গেছে। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে এবি এন্টারপ্রাইজ নামের তুলার গুদামে অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গতকাল বেলা দেড়টার দিকে তুলার গুদামে হঠাৎ ধোঁয়া দেখতে পান তাঁরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
গুদাম মালিক আবুল বাশার বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে গুদামে আসি। গুদামে থাকা কয়েক লাখ টাকার তুলা পুড়ে গেছে।’
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান জানান, টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ও পূর্বাচল ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি।