হোম > ছাপা সংস্করণ

থামানো যাচ্ছে না সাংসদ হাইকে

ঝিনাইদহ প্রতিনিধি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সরকারদলীয় চেয়ারম্যান প্রার্থীর পক্ষে সভা-সমাবেশ করতে নিষেধ করার পর থামছেন না ঝিনাইদহ-১ আসনের সাংসদ মো. আবদুল হাই। প্রতিদিনই তিনি অংশ নিচ্ছেন নৌকা প্রতীকের প্রার্থীর সভা–সমাবেশে। গতকাল সোমবার বিকেলেও শৈলকুপার ফুলহরি ইউনিয়নের বেড়বাড়ি কাজিপাড়া মোড় ও ফুলহরি বাজারে নির্বাচনী সমাবেশে উপস্থিত থেকে বক্তৃতা দেন।

এর আগে গত ২৮ ডিসেম্বর জেলা নির্বাচন কর্মকর্তা আবদুস ছালেক স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। এতে তাঁর বিরুদ্ধে প্রমাণসহ অভিযোগ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। কিন্তু এরপরও তাঁকে গত শনিবার ও গতকাল নির্বাচনী সমাবেশে অংশ নিতে দেখা যায়।

গতকাল ফুলহরি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান প্রার্থী (আনারস প্রতীক) মো. আওলাদ হোসেন রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করেছেন, ঝিনাইদহ-১ আসনের সাংসদ আব্দুল হাই নির্বাচনী বিধি ভেঙে বাড়ি বাড়ি গিয়ে নৌকার পক্ষে ভোট চাচ্ছেন। সাধারণ ভোটার ভয়ে আছেন। ৫ জানুয়ারি ভোটের দিন সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে রিটার্নিং কর্মকর্তার কাছে অনুরোধ করেন তিনি।

আওলাদ জানান, গতকাল বিকেলেও বেড়বাড়ি কাজিপাড়া মোড় ও ফুলহরি বাজারে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন সাংসদ আব্দুল হাই। এ দিন তিনি সপরিবারে এসে ফুলহরি ইউনিয়ন পরিষদে খাওয়া-দাওয়া করেন। নৌকা প্রতীকের প্রার্থী জামিনুর রহমান বিপুল ভূরিভোজের আয়োজন করেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন ফুলহরি ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা শামীম আহম্মেদ খান।

সাংসদ আবদুল হাইয়ের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তা ধরেননি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ