পুঠিয়া প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। দীর্ঘদিন থেকে তিনি দুরারোগ্য রোগে ভুগছিলেন। তিনি দুই মেয়ে রেখে গেছেন। দুই বছর আগে তাঁর স্ত্রী ও একমাত্র ছেলে মারা যান।
মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া গত রোববার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রামজীবনপুর গ্রামে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। গতকাল সোমবার বেলা ১১টায় পুঠিয়া রাজবাড়ি মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় কাজিপাড়া গোরস্থানে গোলাম কিবরিয়ার লাশ দাফন করা হয়।