কুষ্টিয়ার ভেড়ামারা থেকে উদ্ধার করা সেই অজ্ঞাত ব্যক্তির মরদেহের পরিচয় মিলেছে। গতকাল রোববার সকালে কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে থেকে তাঁর পরিবার মরদেহটি শনাক্ত করে।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, তাঁর নাম কোরমান মোল্লা (৫৫)। পেশায় ছিলেন একজন অটোরিকশা চালক। তিনি জেলার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কচুয়াদহ গ্রামের বাসিন্দা ছিলেন।
ভেড়ামারা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেল ৫টায় মিরপুর উপজেলার অঞ্জনগাছি এলাকা থেকে কোরমান মোল্লা ৫ থেকে ৬ জন যাত্রী নিয়ে রওনা দেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন তাঁকে খুঁজে না পেয়ে গত শুক্রবার সকালে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। গত শনিবার ভেড়ামারা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কোরমান মোল্লার ছেলে মমিন মোল্লা জানান, বুধবার বিকেল ৫টার দিকে তাঁর বাবার অটোরিকশা ভাড়া করেন মিজান ও আনারুল নামের দুই ব্যক্তি। ওই সময় আরও ৪ থেকে ৫ অটোরিকশায় ওঠেন। দুই ভ্যানচালক এ ঘটনা দেখেছেন বলে দাবি তাঁর।
মমিন মোল্লা আরও বলেন, ‘ ভেড়ামারা থেকে একটি মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে শুনে মরদেহটি দেখতে আসি। এসে দেখি এটি আমার আব্বার মরদেহ। আব্বাকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছিল।’
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, ‘তাঁর পরিবার মরদেহ শনাক্ত করেছে। গত বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।’