আয়নার সামনে দাঁড়িয়ে মন খারাপ? মুখে দেখা যাচ্ছে অবাঞ্ছিত লোম? এটি হতে পারে আপনার শরীরের কিছু হরমোন পরিবর্তনের জন্য। মুখে বা শরীরে ছেলেদের মতো লোম গজালে ও প্রাত্যহিক জীবনে প্রভাব ফেললে এবং ডাক্তারের শরণাপন্ন হওয়ার মতো অবস্থায় পৌঁছালে চিকিৎসার পরিভাষায় তাকে হারসুটিজম বা অবাঞ্ছিত লোম বলা হয়।
রোগের কারণ
বেশ কিছু কারণ থাকতে পারে এই রোগের পেছনে।
লক্ষণীয় বিষয়
পরীক্ষা-নিরীক্ষা হরমোন আধিক্যের কারণ নিশ্চিত হওয়ার জন্য হরমোন টেস্ট, আলট্রাসনোগ্রাম।
চিকিৎসা লাইফস্টাইলে পরিবর্তন করতে হবে। প্রতিদিন ৩০ থেকে ৪০ মিনিট জোরে জোরে হাঁটা এবং ফাস্ট ফুড, চর্বিজাতীয় খাবার খাওয়া বন্ধ করতে হবে। পুরুষ হরমোনের আধিক্য নিশ্চিত হলে তা কমানোর জন্য মুখে খাওয়ার ওষুধ ও মুখে লাগানোর ক্রিম ব্যবহার করতে হবে। এই ওষুধগুলো ভেতর থেকে লোম গজানো বন্ধ করবে। এর সঙ্গে থাইরয়েড হরমোনের কারণ পাওয়া গেলে, সেগুলোরও চিকিৎসা করাতে হবে।
লেখক: হরমোন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ