হালুয়াঘাট উপজেলায় আট বছরের শিশুকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ধুরাইল ইউনিয়নের পূর্ব ধুরাইল কুদালিয়া খালের পাড়ে এ ঘটনা ঘটেছে। অভিযুক্তকে পুলিশ আটক করেছে।
নিহত শিশুর নাম সুমন মিয়া। সে পূর্বধুরাইল গ্রামের জুয়েল মিয়ার ছেলে। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ত সে। অভিযুক্ত শরীফ মিয়া (২০) ওই গ্রামের শাহজাহানের ছেলে। ঘটনাস্থল থেকে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত দা জব্দ করেছে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত সুমন বন্ধু জুনাইদের সঙ্গে বিকেলে খালের পাড়ে খেলতে যায়। এ সময় হঠাৎ শরীফ দৌড়ে গিয়ে সুমনকে পানিতে ফেলে দেন। পরে পানি থেকে টেনে তুলে দা দিয়ে কুপিয়ে শরীর থেকে মাথা আলাদা করে ফেলে বাড়ি চলে যান। সঙ্গে জুনাইদ ভয়ে চিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে যায়।
ইউপি চেয়ারম্যান মো. ওয়ারিছ উদ্দিন সুমন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এলাকাবাসীর সহযোগিতায় হত্যাকারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।’
হালুয়াঘাট থানার ওসি মো. শাহিনুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।