হোম > ছাপা সংস্করণ

‘ব্ল্যাক রাইস’ চাষে সফল চাষিরা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

বিদেশি জাতের ব্ল্যাক রাইস বা কালো ধান চাষে দিন দিন আগ্রহ বাড়ছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কৃষকদের। এ ধান চাষাবাদ পদ্ধতি সাধারণ ধানের মতোই। ফলন তুলনামূলক কম হলেও দামের ক্ষেত্রে এ ধান চাষে দ্বিগুণের চেয়ে খরচ বাদে অধিক লাভ হয়। ইতিমধ্যে চাষিরা এনজিও মাধ্যমে এ ধান বিক্রি করে ভালো আয়ও করেছেন।

এ জাতের ধান বিঘাপ্রতি ১০ থেকে ১১ মণ ফলন হয়। খেতে সুস্বাদু, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং অধিক চাহিদা থাকায় জাকস ফাউন্ডেশন স্থানীয় কৃষকের মাঝে কালো ধান চাষের প্রসার ঘটাতে সার্বিকভাবে কাজ করছেন।

উপজেলার ধুরইল গ্রামের কৃষক আলম গত মৌসুমে ১ বিঘা জমিতে কালো ধান চাষ করে সাড়ে ১০ মণ ধান পেয়েছেন বলে জানান। জাকস ফাউন্ডেশন এনজিওটি তাঁর কাছ থেকে প্রতি মণ কালো ধান ৮ হাজার টাকা দরে কিনে নিয়েছে বলেও জানান তিনি।

উপজেলার পশ্চিম কড়িয়া এলাকার কৃষক মামুন বলেন, ‘সাধারণ ধানের মতোই কালো ধান চাষ করতে হয়। ইরি ধানের চেয়ে সার, কীটনাশক ও পানি খরচ কম হয়। আমিও ১ বিঘা জমিতে কালো ধান চাষ করে ১১ মণ ধান পেয়েছিলাম এবং জাকস এনজিওর কাছে বিক্রি করে প্রায় ৮৫ হাজার টাকা পেয়েছি। সাধারণ ধান চাষের চেয়ে কালো ধান চাষে অধিক লাভ হয়।’

উপজেলা মোহাম্মদপুর গ্রামের এনামুল, মিঠু ও নিঝুম নামের কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাকস ফাউন্ডেশন তাঁদের কালো ধানের বীজ দেয়, আবার উৎপাদিত ধানও কিনে নেন।

জাকস ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা মো. শাহাদত হোসেন বলেন, ব্ল্যাক রাইস ধানের চাল অধিক গুণাগুণ সমৃদ্ধি। মেশিনে এ ধান থেকে চাল মাড়ায় করলে গুণাগুণ নষ্ট হয়ে যায়। এ কারণ ঢেঁকিতে ছাঁটতে হয়। ঢেঁকি ছাঁটা এ চাল তাঁরা দেশের বিভিন্ন জায়গায় ১৬ হাজার টাকা মণ দরে সরবরাহ করে আসছেন।

উপজেলার ধুরইল গ্রামে করিমের বাড়িতে দেখা যায়, শাশুড়ির সঙ্গে গৃহবধূরা ঢেঁকিতে কালো ধান ভানছেন। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে, সংসারের কাজের ফাঁকে বেশ কিছুদিন থেকে এ কাজ করে বাড়তি আয় করছেন তাঁরা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, এ চালের ভাত নিয়মিত খেলে ডায়াবেটিস, ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগ প্রতিরোধের পাশাপাশি শরীরে রক্ত বৃদ্ধি পায়। এ ছাড়া এ চাল হার্টকে সুস্থ রাখে। এ জন্য চালের গুণাগুণ অক্ষুণ্ন রাখতে ধান থেকে চাল আলাদা করতে মেশিনের পরিবর্তে ঢেঁকি ব্যবহার করাই ভালো।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ