বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো নতুন নিয়োগ বিধি অনুযায়ী ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন ৩ হাজার প্রার্থী। এ পদে নিয়োগপ্রার্থী ছিলেন ৩ লাখ ৩৮ হাজার ৫৩৪ জন। বিভিন্ন ধাপ পেরিয়ে তাদের মধ্যে ৩ হাজার জন নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হন। গতকাল শনিবার নিয়োগের এ প্রক্রিয়া শেষ হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সংশোধিত নিয়োগ বিধি অনুযায়ী কনস্টেবল নিয়োগের অন্যতম প্রধান লক্ষ্য ছিল, মেধা ও শারীরিক সক্ষমতার দিক থেকে অধিকতর যোগ্য প্রার্থী নিয়োগ করা। এবারের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অত্যন্ত সাধারণ পরিবারের যেমন—দিনমজুর, কৃষক, ভ্যানচালকের সন্তানরাই বেশিরভাগ চাকরি পেয়েছেন। এ জন্য ফি দিতে হয়েছে মাত্র ১৩৩ টাকা।
সংশ্লিষ্টরা জানান, মেধা ও শারীরিক সক্ষমতার ভিত্তিতে কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয় গত ২৫ অক্টোবর। ৩ লক্ষাধিক প্রার্থীর মধ্যে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হন ১ লাখ ১৭ হাজার ৬৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৩৪ এবং নারী ১৬ হাজার ৪৩৪ জন। শারীরিক সক্ষমতা যাচাই শেষে ২৩ হাজার ৬৯৭ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৭ হাজার ৪০০ প্রার্থীর মধ্য থেকে চূড়ান্তভাবে ৩ হাজার প্রার্থীকে নির্বাচন করা হয়। এবারই প্রথমবার অনলাইনে আবেদন গ্রহণ এবং ওয়েব বেইজড স্ক্রিনিংয়ের মাধ্যমে নিয়োগ পরীক্ষা ডিজিটালাইজেশন করা হয়েছে।
তদবির কিংবা আর্থিক লেনদেন ছাড়াই নিরপেক্ষভাবে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে এবারের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।