হোম > ছাপা সংস্করণ

শহরে কনসার্ট: এক মঞ্চে নগর বাউল অর্থহীন ও আর্টসেল

বছরজুড়ে দেশ-বিদেশে মঞ্চ মাতায় নগর বাউল। যেকোনো উৎসব উপলক্ষে নগর বাউলকে কনসার্টে পান ভক্তরা। কনসার্টে আর্টসেলেরও ব্যস্ততা আছে অনেক। আর্টসেলনা থাকলে যেন পূর্ণতা পায় না কোনো রক কনসার্ট! নানা প্রতিকূলতা পেরিয়ে অর্থহীনও কনসার্টে নিয়মিত হওয়ার চেষ্টা করছে। গত বছরের ডিসেম্বরে ঢাকা রক ফেস্ট দিয়ে চার বছর পর মঞ্চে ওঠে অর্থহীন। প্রায় ৯ মাস পর সেপ্টেম্বরে আবারও তাদের কনসার্টে দেখা যাবে। নগর বাউল, অর্থহীন ও আর্টসেল—এই তিন ব্যান্ড নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। আর যদি তাঁদের একই মঞ্চে দেখা যায়, তাহলে তো কথাই নেই! এ অসাধারণ ঘটনা ঘটতে যাচ্ছে হেডব্যঙ্গার্স প্যারাডাইজের মঞ্চে।

চট্টগ্রামের পর এবার রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে হেডব্যঙ্গার্স প্যারাডাইজ কনসার্টের দ্বিতীয় পর্ব। আগামী ১৬ সেপ্টেম্বর বসুন্ধরা আইসিসিবি হল-৪-এ বসবে এই জমকালো কনসার্ট। আয়োজন করেছে সিক্স বেইজ কমিউনিকেশনস। তবে এবারের লাইনআপ চট্টগ্রামের থেকে কিছুটা আলাদা। লাইনআপে যুক্ত হয়েছে ইন্ডাস্ট্রির আরও বড় বড় নাম।

আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, এবারের কনসার্টের শো-স্টপার নগর বাউল। এ ছাড়া মঞ্চ মাতাবে অর্থহীন, আর্টসেল, পাওয়ারসার্জ, মেকানিক্স, ট্রেইনরেক, স্যাভেজারি, প্লাজমিক নক ও অনকোর। দর্শকদের জন্য দুই ধরনের টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে—রেগুলার (৫৫০ টাকা) এবং ভিআইপি (১২৫০ টাকা)। ভিআইপি টিকিটের ক্রেতাদের জন্য টিকিটের পাশাপাশি থাকছে বিভিন্ন স্যুভেনির। টিকিট পাওয়া যাচ্ছে গেট সেট রকের ওয়েবসাইট থেকে। ১৬ সেপ্টেম্বর বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ কনসার্ট।

কনসার্টটিকে এ বছরের অন্যতম বড় আয়োজন হিসেবে দেখছেন সংগীতপ্রেমিরা। আয়োজক প্রতিষ্ঠান আশা করছে,  আট হাজারের বেশি দর্শক এ কনসার্ট উপভোগ করবেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ