হোম > ছাপা সংস্করণ

চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

আগৈলঝাড়া প্রতিনিধি

আগৈলঝাড়ায় চালককে অজ্ঞান করে হাত-পা ও মুখ বেঁধে একটি ইজিবাইক, নগদ টাকাসহ মোবাইল ফোন ছিনতাই করেছে যাত্রীবেশী ছিনতাইকারীরা। গত রোববার রাতে এ ঘটনা ঘটে।

আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, রোববার রাত ৯টায় উপজেলার বাইপাস সড়ক থেকে আগৈলঝাড়া থানা-পুলিশ হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ইজিবাইক চালককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত ইজিবাইক চালক গৌরনদী উপজেলার কুতুরপুর গ্রামের মৃত ফরহাদ চৌকিদারের ছেলে সজিব চৌকিদার (১৮)।

সজিবের ভাই রাশেদ চৌকিদার জানান, তিন মাস আগে নতুন ইজিবাইক কেনেন সজীব। এটাই তার রাজগারের একমাত্র মাধ্যম। প্রতিদিনের মতো গত রোববার বিকেলে ইজিবাইক নিয়ে বের হওয়ার পর রাতে জানা যায় তাকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

ইজিবাইক চালক সজিব চৌকিদার জ্ঞান ফেরার পর বলেন, ‘গত রোববার রাত ৯টায় ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠি ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে যাত্রীবেশে ৪ ব্যক্তি আমাকে হাত-পা-মুখ বেঁধে ইজিবাইক, নগদ টাকা ও মোবাইল সেট নিয়ে যায়। পরে একটি প্রাইভেটকারে হাত-পা-মুখ বেঁধে আগৈলঝাড়া উপজেলার বাইপাস সড়কে ফেলে রেখে পালিয়ে যায়।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সমীরণ হালদার জানান, রক্তাক্ত অবস্থায় এক যুবককে উপজেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ