পাবনার বেড়ায় ইঞ্জিনচালিত নৌকা থেকে যমুনা নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চর নাকালিয়া থেকে নাকালিয়া বাজারে আসার পথে ইঞ্জিনচালিত নৌকা থেকে পড়ে নিখোঁজ হন তিনি।
নৌকাতে থাকা অপর যাত্রীরা জানান, নিখোঁজ বৃদ্ধ চর নাকালিয়া থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে যমুনা নদী পাড়ি দিয়ে নাকালিয়া বাজারে আসছিলেন। পথে অসাবধানতাবশত যমুনার মাঝ নদীতে নৌকা থেকে পড়ে তলিয়ে যান তিনি। এ সময় নানা চেষ্টা করেও নদীতে প্রচুর স্রোত থাকায় তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। খবর পেয়ে বেড়া থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, নদীতে প্রচুর স্রোত থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। বৃদ্ধকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের রাজশাহী জোনের বিশেষ ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে উদ্ধার অভিযানে অংশ নেবে।