দেশের কিছু কিছু জায়গায় গুজব তুলে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালানো হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে অনেককে হয়রানি করা হচ্ছে। ভোলা জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ দে-কে ভুয়া অভিযোগে সম্প্রতি ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। কয়েক স্থানে পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটছে।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম, হিন্দু যুব ফোরাম এবং হিন্দু ছাত্র ফোরামের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ-সংক্রান্ত নানা তথ্য তুলে ধরেন। এ সময় পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
জাতীয় হিন্দু ফোরামের সভাপতি কালীপদ মজুমদার বলেন, ‘সারা দেশে একের পর এক প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটছে। বিশেষ করে দুর্গোৎসবের আগে এ ধরনের ঘটনা সবচেয়ে বেশি ঘটে, যা অত্যন্ত উদ্বেগজনক। পূজামণ্ডপে প্রতিমা নির্মাণ বিঘ্নিত করতে একটি চক্র এ ধরনের কর্মকাণ্ড করছে। সব সরকারের আমলেই এ ধরনের ঘটনা ঘটে। কিন্তু ন্যায়বিচার ও প্রতিকার বেশির ভাগ ক্ষেত্রেই মিলে না।’