চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুরের দলীয় সদস্য পদ স্থগিত করা হয়েছে। গত সোমবার কেন্দ্রীয় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি সীতাকুণ্ড উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন।
জহুরুল আলমের ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গান ও আওয়ামী লীগের একজন সাংসদের বক্তব্য শেয়ার করার জেরে তাঁর সদস্য পদ স্থগিত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় নেতারা ফেসবুকের বিষয়টি জানার পর গত ২৪ অক্টোবর এ বিষয়ে জানতে জহুরুল আলম জহুরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তিনি এই নোটিশের জবাবও পাঠান।
কিন্তু গত সোমবার তাঁর সদস্য পদ স্থগিত করা হয়। তাতে বলা হয়, ‘আপনাকে প্রেরিত কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক নয়।’
এদিকে এ বিষয়ে জানতে চাইলে জহুরুল আলম জহুর বলেন, ‘ধারণা করছি, এটি আমার শিশু মেয়ে কোনো এক সময় না বুঝে শেয়ার করেছে অথবা ষড়যন্ত্র করে কেউ আমার ফোন নিয়ে শেয়ার করে দিয়েছে।’