হোম > ছাপা সংস্করণ

কম্পিউটার সায়েন্সে নারীদের জন্য হেলমুট ভিথ বৃত্তি

অস্ট্রিয়ার ভিয়েনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে পড়তে আগ্রহী আন্তর্জাতিক নারী শিক্ষার্থীদর জন্য ‘হেলমুট ভিথ উপবৃত্তি-২০২১’ উন্মুক্ত করা হয়েছে। বাংলাদেশের আগ্রহী নারী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

  • শীতকালীন সেমিস্টার ২০২১/২০২২
  • গ্রীষ্মকালীন সেমিস্টার ২০২২।

হেলমুট ভিথ উপবৃত্তি প্রতিবছরই মেধাবী ও উদ্যমী নারী শিক্ষার্থীদের দেওয়া হয়।

সুযোগ-সুবিধা
হেলমুট ভিথ বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা পাবেন–বছরে ৬ হাজার ইউরো ভাতা (দুই বছর পর্যন্ত)। এছাড়া সব টিউশন ফি মওকুফ করা হবে।

আবেদনের যোগ্যতা
প্রথমত, আবেদনকারীকে অবশ্যই ভিয়েনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে যেকোনো একটি মাস্টার্স প্রোগ্রামে ভর্তির যোগ্যতা থাকতে হবে। কোর্সটি ইংরেজিতে পড়ানো হবে। ২০২১-২২ সালের স্নাতকোত্তর প্রোগ্রামগুলো হলো:

  • যুক্তিবিদ্যা ও গণনায় স্নাতকোত্তর
  • বিজনেস ইনফরম্যাটিকসে মাস্টার্স
  • কম্পিউটার প্রকৌশলে স্নাতকোত্তর
  • ডেটা সায়েন্সে স্নাতকোত্তর
  • মিডিয়া এবং মানুষসংশ্লিষ্ট কম্পিউটিংয়ে স্নাতকোত্তর।

যদিও ভর্তির প্রক্রিয়ার আগে বা ভর্তি প্রক্রিয়ার সময় তহবিলের জন্য আবেদন করা যেতে পারে; তহবিল কেবল তাঁদের দেওয়া হবে, যাঁরা নিঃশর্তভাবে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হয়েছেন। তহবিলের জন্য একটি আবেদন ভর্তি প্রক্রিয়ার বিকল্প নয়; তহবিলের শর্তাধীন প্রস্তাব আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের প্রস্তাবও করে না।

নিচের শর্তপূরণকারী নারী শিক্ষার্থীরা উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে:

১. কম্পিউটার সায়েন্স বা গণিতে স্নাতক ডিগ্রি (বোলগনা প্রথম চক্র) বা সমমানের ডিগ্রি

২. ব্যাপক গাণিতিক ও প্রযুক্তিগত জ্ঞান এবং হেলমুট ভিথের গবেষণার ক্ষেত্রগুলোয় (অন্তত একটিতে) আগ্রহী:

ক. কম্পিউটারবিজ্ঞানে যুক্তিবিদ্যা

খ. আনুষ্ঠানিক পদ্ধতি এবং যাচাইকরণ

গ. কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তি

ঘ. অ্যালগরিদম ও জটিল তত্ত্ব

ঙ. কম্পিউটার নিরাপত্তা

৩. ইংরেজি দক্ষতা

আবেদনের পদ্ধতি
শিক্ষার্থীদের নিম্নলিখিত নথি জমা দিতে হবে:

  • কভার লেটার, শিক্ষার্থী যে ধরনের তহবিলের জন্য আবেদন করছেন, তার বর্ণনা এবং অন্য সব দিক যা শিক্ষার্থী আবেদনের জন্য প্রাসঙ্গিক বলে মনে করেন।
  • সিভি।
  • মোটিভেশন লেটার; শিক্ষার্থী কেন যুক্তিবিদ্যা ও গণনা প্রোগ্রামে পড়াশোনা করতে চান, কেন তহবিল প্রয়োজন তার বর্ণনা এবং অনুষদের কোন দলের সঙ্গে শিক্ষার্থী তাঁদের স্নাতকোত্তর থিসিসের সময় কাজ করতে আগ্রহী এবং কেন।
  • বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সনদ।
  • ডিপ্লোমা এবং/অথবা সার্টিফিকেট (প্রথম ডিগ্রি, স্নাতক ডিগ্রি বা উচ্চতর)। আবেদনের সময় যদি চূড়ান্ত একাডেমিক সার্টিফিকেট এখনো পাওয়া না যায়, তাহলে ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বাক্ষরিত এবং স্ট্যাম্পকৃত একটি প্রাথমিক সার্টিফিকেট (ডিগ্রির ধরন এবং স্নাতক শেষ হওয়ার প্রত্যাশিত সময়) অবশ্যই জমা দিতে হবে।
  • দুজন রেফারেন্সদাতার যোগাযোগের ঠিকানা (সুপারিশপত্রের জন্য)
  • ইংরেজি ভাষার সার্টিফিকেট (TOEFL বা অনুরূপ)
  • পাসপোর্টের কপি

আবেদন করতে পারবে বাংলাদেশসহ সব দেশ।

আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর, ২০২১।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ