অস্ট্রিয়ার ভিয়েনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে পড়তে আগ্রহী আন্তর্জাতিক নারী শিক্ষার্থীদর জন্য ‘হেলমুট ভিথ উপবৃত্তি-২০২১’ উন্মুক্ত করা হয়েছে। বাংলাদেশের আগ্রহী নারী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
হেলমুট ভিথ উপবৃত্তি প্রতিবছরই মেধাবী ও উদ্যমী নারী শিক্ষার্থীদের দেওয়া হয়।
সুযোগ-সুবিধা
হেলমুট ভিথ বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা পাবেন–বছরে ৬ হাজার ইউরো ভাতা (দুই বছর পর্যন্ত)। এছাড়া সব টিউশন ফি মওকুফ করা হবে।
আবেদনের যোগ্যতা
প্রথমত, আবেদনকারীকে অবশ্যই ভিয়েনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে যেকোনো একটি মাস্টার্স প্রোগ্রামে ভর্তির যোগ্যতা থাকতে হবে। কোর্সটি ইংরেজিতে পড়ানো হবে। ২০২১-২২ সালের স্নাতকোত্তর প্রোগ্রামগুলো হলো:
যদিও ভর্তির প্রক্রিয়ার আগে বা ভর্তি প্রক্রিয়ার সময় তহবিলের জন্য আবেদন করা যেতে পারে; তহবিল কেবল তাঁদের দেওয়া হবে, যাঁরা নিঃশর্তভাবে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হয়েছেন। তহবিলের জন্য একটি আবেদন ভর্তি প্রক্রিয়ার বিকল্প নয়; তহবিলের শর্তাধীন প্রস্তাব আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের প্রস্তাবও করে না।
নিচের শর্তপূরণকারী নারী শিক্ষার্থীরা উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে:
১. কম্পিউটার সায়েন্স বা গণিতে স্নাতক ডিগ্রি (বোলগনা প্রথম চক্র) বা সমমানের ডিগ্রি
২. ব্যাপক গাণিতিক ও প্রযুক্তিগত জ্ঞান এবং হেলমুট ভিথের গবেষণার ক্ষেত্রগুলোয় (অন্তত একটিতে) আগ্রহী:
ক. কম্পিউটারবিজ্ঞানে যুক্তিবিদ্যা
খ. আনুষ্ঠানিক পদ্ধতি এবং যাচাইকরণ
গ. কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তি
ঘ. অ্যালগরিদম ও জটিল তত্ত্ব
ঙ. কম্পিউটার নিরাপত্তা
৩. ইংরেজি দক্ষতা
আবেদনের পদ্ধতি
শিক্ষার্থীদের নিম্নলিখিত নথি জমা দিতে হবে:
আবেদন করতে পারবে বাংলাদেশসহ সব দেশ।
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর, ২০২১।