গাজীপুরের শ্রীপুরে একাধিক মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হাবিবুর রহমান হাবিকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর তাঁকে গ্রেপ্তার করা হয়। হাবি শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড এলাকার মহর আলীর ছেলে।
শ্রীপুর মডেল থানার সহকারী উপপরিদর্শক ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড এলাকা থেকে হাবিকে গ্রেপ্তার করা হয়। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি ও বিভিন্ন অপরাধ করে আসছিলেন হাবি।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন বলেন, হাবিবুর রহমান হাবি দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। তাঁকে বুধবার আদালতে তোলা হবে।