কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুরে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন একদল স্বেচ্ছাসেবী। কবরস্থানের আগাছা পরিষ্কার ও সৌন্দর্য বাড়াতে স্বেচ্ছাশ্রমে কাজ করেন একদল স্থানীয় যুবক।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, গত রবি ও সোমবার বাহাদুরপুর গ্রামের ১৫-২০ জন যুবক এই উদ্যোগ নেন। মসজিদের ইমাম ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. গোলাম কিবরিয়া কল্লোলের নেতৃত্বে প্রথম পর্যায়ে বাহাদুরপুর কবরস্থানের আগাছা পরিষ্কার করেন। এ ছাড়া কবরস্থানের সৌন্দর্য বাড়াতে নানা পদক্ষেপও নিয়েছেন তাঁরা। এসব যুবকের এমন উদ্যোগে খুশি এলাকাবাসী।
স্বেচ্ছাসেবক দলের রিফাত জানান, কবরস্থানে নলখাগলা, উলুছনসহ নানা আগাছা জন্মে কবরস্থানের সৌন্দর্য নষ্ট করে। তাই এলাকার যুবকেরা মিলে উদ্যোগ নেন।