হোম > ছাপা সংস্করণ

অবশেষে লিওকে খুঁজে পেলেন মনিব জুলিয়া

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের হাওরে ভ্রমণে গিয়ে হারিয়ে ফেলা পোষা বিড়াল লিওকে অবশেষে ফিরে পেলেন জার্মান নারী জুলিয়া ওয়াসিমান। গতকাল মঙ্গলবার ভোরে ঢাকা থেকে তাহিরপুর উপজেলা সদরে গিয়ে প্রিয় পোষা বিড়ালের কাছে ছুটে যান তিনি। মনিবকে কাছে পেয়ে বিড়ালটিও গিয়ে ওঠে তাঁর কোলে। দীর্ঘ দেড় মাস অপেক্ষার পর প্রিয় পোষা বিড়ালকে কাছে পেয়ে খুবই আনন্দিত জার্মান ওই নারী।

গত সোমবার রাত সাড়ে ৯টায় উপজেলা সদরের রায়পড়া গ্রামে বিড়ালটিকে দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন লোক এটিকে ধরে ফেলেন। এরপর ঢাকা থেকে ভিডিও কলে তার মনিব জুলিয়া নিশ্চিত করেন এটিই তাঁর হারিয়ে যাওয়া পোষা বিড়াল লিও। উল্লেখ্য, দেড় মাস আগে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে বেড়াতে আসেন জার্মান নারী জুলিয়া। সঙ্গে ছিল তাঁর প্রিয় পোষা বিড়াল লিও। দিনভর হাওরের বিভিন্ন প্রান্তে ঘোরা শেষে উপজেলা সদরে ফেরার পথে তাহিরপুর বাজারসংলগ্ন মেশিনবাড়ি ট্রলার ঘাট থেকে বিড়ালটি হারিয়ে যায়। এরপর কেটে গেছে দেড় মাস। নিখোঁজ বিড়ালের খোঁজে দেড় মাস ধরেই তাহিরপুরে অবস্থান করেছিলেন এই ভিনদেশি নারী। এলাকায় মাইকিংও করিয়েছেন বিড়ালের সন্ধান চেয়ে। অনেক খোঁজাখুঁজির পরেও বিড়ালটিকে খুঁজে না পেয়ে গত রোববার তাহিরপুর ছেড়ে ঢাকায় চলে যান জুলিয়া।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ