অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার নওয়াপাড়া ইনস্টিটিউট মিলনায়তনে এই সম্মেলন হয়। সম্মেলনে শেখ নজরুল ইসলামকে সভাপতি ও শেখ আলমগীরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফিরোজ আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান প্রমুখ।