অন্য দেশ থেকে তেল সবজি খাদ্যের আমদানি নির্ভরতা কমিয়ে কৃষকদের মানোন্নয়ন ও কৃষির উৎপাদন বাড়াতে সাতক্ষীরার কলারোয়ায় ১৭৪০ জন চাষির মধ্যে সরকারের বিশেষ প্রণোদনার সারবীজ দেওয়া হয়েছে ৷ গতকাল বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে একটি অনুষ্ঠানের মাধ্যমে এপুলো দেওয়া হয় । প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ৷ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুখু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার অমল কুমার সরকার, মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মণ্ডল প্রমুখ ৷
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন, অন্য দেশ থেকে আমদানি নির্ভরতা কমাতে ও নিরাপদ ভোজ্য তেল খাদ্য উৎপাদন করে জনমানুষের ব্যবহার করতে সরকারের বিশেষ প্রণোদনার আওতায় গত অর্থ বছরে ১০০০ জন চাষিকে দেওয়া হয়েছিল। তবে চলতি বছর ১৩ লাখ ৮৪ হাজার ৯৭০ টাকা ব্যয়ে ইউনিয়ন পুনর্বাসন কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করা ১৭৪০ জন চাষির মধ্যে বিনা মূল্যে সার বীজ দেওয়া হয়েছে ৷