সাভারের আশুলিয়ায় প্রেমের ফাঁদে ফেলে বাসায় ডেকে নিয়ে যুবককে বিবস্ত্র করে ভিডিও ধারণ এবং চাঁদা আদায়ের অভিযোগে আটজনকে আটক করেছে র্যাব। পরে থানায় হস্তান্তর করলে পুলিশ তাঁদের আদালতে পাঠায়।
গতকাল রোববার ভোরে আশুলিয়ার উত্তর গাজীরচটের বুড়িবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার এবং ওই যুবককে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অঞ্জনা ভূঁইয়া (৪৫), নজরুল ইসলাম (২৮), মতিউর রহমান (২৮), নাজমুল হুদা (১৫), হাছনারা (২৪), সাব্বির মিয়া (১৯), মো. জান্নাত (২২) ও মোছা. জামিলা ওরফে নুসরাত (১৮)।
এজাহারে বলা হয়, শাহপরান নামে এক যুবকের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে হাছনারা নামের এক নারীর প্রেমের সম্পর্ক হয়। এর জেরে ২০ আগস্ট বিকেলে ওই যুবক হাছনারার বাসায় দেখা করতে যান। সে সময় আগে থেকেই উপস্থিত অভিযুক্তরা তাঁকে মারধর করে কাছে থাকা নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৩ লাখ টাকা দাবি করেন। দাবি করা টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই যুবককে ব্যাপক মারধর করেন অভিযুক্তরা।
কৌশলে র্যাব কন্ট্রোলরুমে জানালে ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে শাহপরানকে উদ্ধার করা হয়। পরে র্যাব আটক ব্যক্তিদের আশুলিয়া থানায় হস্তান্তর করলে শাহপরানের করা মামলায় পুলিশ তাঁদের আদালতে পাঠায়।
র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা যোগসাজশে বিভিন্ন মানুষের সঙ্গে বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক তৈরি করে কৌশলে বাসায় ডেকে নেন। পরে একইভাবে তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করেন। তাঁরা একটি সংঘবদ্ধ চক্র তৈরি করে দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধ করে আসছিলেন।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল দুপুরে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।’