হোম > ছাপা সংস্করণ

পারিশ্রমিক চাওয়ায় শ্রমিককে শিকলে বেঁধে নির্যাতন

নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জের বন্দরের ধামগড়ে ইটভাটার তিন শ্রমিককে লোহার শিকল দিয়ে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ভাটার ব্যবস্থাপককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধামগড় ইউনিয়নের ফনকুল এলাকার পিবিএম নামের একটি ইটভাটায় এ ঘটনা ঘটে। পরে শ্রমিকেরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে সহায়তা চাইলে বন্দর থানার একটি ফোর্স ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে। এ সময় তাঁদের লোহার শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পায় পুলিশ।

ভুক্তভোগী তিন শ্রমিক হলেন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার শহিদুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম (২৩), একই এলাকার আরশাদ আলীর ছেলে রুহুল আমিন (৩০) ও মৃত মোমরেজ মিয়ার ছেলে আবু বকর (৪০)। এই ঘটনায় ইটভাটার ব্যবস্থাপকসহ ছয়জনকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন ইটভাটার মালিক বন্দরের দাসেরগাঁও এলাকার মোস্তফা মিয়ার ছেলে মামুন হোসেন (৩০), ফনকুল এলাকার হোসেনের ছেলে আনিসুর রহমান (৩০), মৃত তাহের আলীর ছেলে মোসলেম উদ্দিন (২৮), হাকিম আলীর ছেলে রাজন (৩৫), ব্যবস্থাপক জসিম উদ্দিন ও মতিউর রহমান।

উদ্ধার শ্রমিকেরা জানান, তাঁরা বেশ কিছুদিন এই ইটভাটায় কাজ করছিলেন। কিন্তু মজুরি বাবদ মালিকপক্ষের কাছে তাঁদের ৪৫ হাজার টাকা পাওনা রয়েছে। কিন্তু কোনোভাবেই পাওনা পরিশোধ না করায় তাঁরা কাজ ছেড়ে দিতে চান। কিন্তু ১৯ ফেব্রুয়ারি মালিকের নির্দেশে ব্যবস্থাপক তাঁদের ওপর ক্ষিপ্ত হয়ে আটকে রেখে জোর করে কাজ করান। ২২ ফেব্রুয়ারি তাঁরা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, ‘৯৯৯-এ কল পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। পরে সেখান থেকে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ