হোম > ছাপা সংস্করণ

৯ বছর খাঁচাবন্দী শিশু শিখা

রাজবাড়ী প্রতিনিধি

শিখা। ১১ বছরের এক শিশু। ১১ বছরের ৯টিই কেটেছে তার খাঁচায়। যে সময় হাঁটার কথা সে সময় চলত হামাগুড়ি দিয়ে। যাকে সামনে পেত কামড়ে দিত। চিকিৎসকের কাছে নিয়ে মা–বাবা জানতে পারেন, ফুটফুটে শিখা রানী দাস বাক, শ্রবণ ও শারীরিক প্রতিবন্ধী। দুই বছর বয়স থেকে তাকে স্বাভাবিক করতে চিকিৎসা দেওয়া শুরু করেন মা–বাবা। কিন্তু কোনো লাভ হয়নি। বাধ্য হয়ে প্রথমে তাকে শিকল দিয়ে বেঁধে এবং পরে খাঁচাবন্দী করে রাখা শুরু করে পরিবারটি।

রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের পূর্ব ফুল কাউন গ্রামের বাসিন্দা মদন কুমার দাস ও চন্দনা রানী দম্পতির কোল আলো করে ২০১০ সালের মার্চ মাসে জন্মগ্রহণ করে শিখা। সেলুন ব্যবসায়ী বাবা মেয়ের চিকিৎসার জন্য সম্পত্তি যা ছিল বিক্রি করে দিয়েছেন। এখন চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই।

সরেজমিনে দেখা যায়, সবাই ব্যস্ত। কেউ রান্নার কাজে, কেউ বাড়ির উঠান ঝাড়ু দিতে। চার চালা একটি ঘরের বারান্দায় দুই পাশ প্লাস্টিকের নেট দিয়ে আটকে রাখা হয়েছে। এর মধ্যে বসে রয়েছে শিখা।

শিখার বাবা মদন দাস জানান, তিনি সেলুনের কাজ করে সংসার চালান। দুই ছেলে, এক মেয়ে নিয়ে তাঁদের সংসার। বড় ছেলে সপ্তম শ্রেণির শিক্ষার্থী। আর ছোট ছেলের বয়স দুই বছর। শিখা জন্মের পর থেকে তার আশপাশে কেউ থাকলে কামড়ে দিত। মারধরও করত। হাঁটতে না পারায় হামাগুড়ি দিয়ে চলত। এমন আচরণ দেখে দেশ–বিদেশে চিকিৎসা করিয়েছি। কিন্তু কোনো লাভ হয় নাই। হারিয়ে যাওয়ার ভয়ে মেয়েটিকে প্রথমে শিকল দিয়ে বেঁধে ও পরে খাঁচায় আটকে রাখছি।

মা চন্দনা রানী জানান, শিখার চিকিৎসার জন্য সম্পত্তি যা ছিল তা শেষ করে ফেলেছেন। এখন চিকিৎসা করানোর মতো কোনো সামর্থ্য নেই। কয়েক বছর আগে একটি প্রতিবন্ধী কার্ড পেয়েছিলেন। তিন মাস পর পর ২ হাজার ১০০ টাকা পেতেন। কিন্তু ২০২০ সালের সেপ্টেম্বর থেকে সেটাও বন্ধ রয়েছে। এখন অর্থের অভাবে মেয়ের চিকিৎসা করাতে পারছেন না।

এ বিষয়ে কালুখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জানান, শিশুটিকে একটি কার্ড করে দেওয়া হয়েছে। চিকিৎসাসহ তাকে সব ধরনের সহায়তা করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ