রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ১১১ বোতল ফেনসিডিলসহ মশিবুর রহমান (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি।
গত মঙ্গলবার রাতে উপজেলার নেকমরদ মহাসড়কের পাশের একটি স্টেশনের সামনে থেকে একটি নৈশকোচে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ যুবকের গ্রেপ্তারের ঘটনা ঘটে। গ্রেপ্তাকৃতের বাড়ি হরিপুর উপজেলার মরাধার গেদুরা গ্রামে।
রাণীশংকৈল থানা পরিদর্শক (ওসি) এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে রাণীশংকৈল থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।