বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে মহিলা ডিগ্রি কলেজ চত্বরে গত রোববার বিরামপুর ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
অগ্নি নির্বাপণ মহড়াকালে কলেজের শিক্ষক–শিক্ষার্থীর উপস্থিতিতে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আগুন লাগার কারণ, প্রতিকার ও অগ্নি নির্বাপণের কলাকৌশল প্রদর্শন করেন।
বক্তব্য দেন স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন, উপাধ্যক্ষ মেজবাউল হক, অধ্যাপক ইকবাল হোসেন, দবিরুল ইসলাম, খায়রুল বাসার চৌধুরী, প্রভাষক মশিহুর রহমান, মাসুদুজ্জামান মণ্ডল, মোসলেম উদ্দিন, এরশাদুল হক, সুলতান মাহমুদ, ইসমতারা এনি প্রমুখ।