কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের শরীরে নির্যাতনের কোনো প্রমাণ পায়নি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এমন প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করবেন কিশোর। গতকাল বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের কাছে আবেদনের জন্য সময় চেয়েছেন কিশোর।
আদালত তথ্য আবেদন মঞ্জুর করে আগামী বছর ২৩ ফেব্রুয়ারি নারাজি আবেদন দাখিল সাপেক্ষে শুনানির তারিখ ধার্য করেন। গত অক্টোবরে পিবিআই ঢাকার মহানগর দায়রা জজ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে বলে তারা কার্টুনিস্ট কিশোরের শরীরে নির্যাতনের কোনো প্রমাণ পায়নি। ওই প্রতিবেদনের ওপর শুনানির জন্য গতকাল ২৪ নভেম্বর দিন ধার্য ছিল।
এর আগে আদালতের নির্দেশে গঠিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মেডিকেল বোর্ডের প্রতিবেদনে কিশোরের শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া যায়নি বলে প্রতিবেদন দেয়।