মাদারীপুর-শিবচর আঞ্চলিক সড়কের সদর উপজেলার ছিলারচরে ট্রাকের চাপায় এক ভ্যানচালক নিহত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে মৃধার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালকের নাম তনাই আকন (৪৫)। তিনি মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পূর্ব ছিলারচর এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ সূত্র জানান, সকাল ১০টার দিকে শিবচরগামী একটি খড় বোঝাই ট্রাকের সঙ্গে খোয়াজপুরগামী একটি ভ্যানের সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি ভ্যানের ওপরে উঠে গেলে ঘটনাস্থলেই ভ্যানচালক তনাই আকন মারা যান। পরে স্থানীয় বাসিন্দারা আঙ্গুলকাটা পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম মিঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। তবে পরিবারের অনুরোধে মৃতদেহ তাদের বুঝিয়ে দেওয়া হয়। ট্রাকটি আটক করা হলেও চালক কৌশলে পালিয়ে যায়। তবে ভ্যানে চালক ছাড়া কোনো যাত্রী ছিল না।